

৩০শে সেপ্টেম্বর ২০১৮ইং রোজ রবিবার
জাতীয় কন্যা শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০১৮ উপলক্ষে আন্ধারীঝাড় আলহাজ্ব মাহমুদ আলী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় কম্পিউটার ক্লাস রুমে RDRS Bangladesh ও সেবকবন্ধু সংগঠনের যৌথ উদ্যোগে আন্ধারীঝাড় আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতায় আয়োজন করা হয়।
বিতর্কের বিষয় ছিল বাল্য বিবাহ।
উক্ত বিতর্ক প্রতিযোগিতায় শেষে বিতর্কে অংশগ্রহনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার প্রদান করেন RDRS কর্মকতা মোছাঃ আমিনা বেগম, সেবকবন্ধু সংগঠনের সভাপতি মোঃ রেদওয়ান আকন্দ ও আন্ধারীঝাড় হাই স্কুলের শিক্ষকবৃন্দ।
bangladesh newspapers
No comments:
Post a Comment