Friday, 2 November 2018

জাতীয় চার নেতার প্রতি গভীর শ্রদ্ধা...

জেল হত্যা দিবস

৩রা নভেম্বর।
জেল হত্যা দিবস,
বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ও মহান মুক্তিযুদ্ধের সংগঠক জাতীয় চার নেতার প্রতি গভীর শ্রদ্ধা... 


Thursday, 11 October 2018

একটি তিক্ত কথা...

হাস্যোজ্জল মহামান্য রাষ্ট্রপতি


আমরা  জানি, দেশ পরিচালনা তারাই করবে,যাদের মধ্যে দেশপ্রেম আছে। কতো ফার্স্টক্লাসধারী দেখলাম,,,নিজের বাপ মাকেই দেখতে পারে না,,,,,,আরো তো দেশ চালনা???
মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ স্যারের পরীক্ষার রেজাল্ট থার্ড ক্লাস হলেও, তিনি যে একজন ভালো মানুষ এবং একজন ভালো নেতাও সেটা অস্বীকার করতে পারবেন না। উনি অনেক বেশি ঠাট্টা মশকরা করেন বটে,,,,,কিন্তু উনার দীর্ঘ ২০ মিনিটের বক্তৃতাতেও কিছু না কিছু ভালো কথা থাকেই,,,,সেগুলো আমরা ধরছি না,,,,,, এটাই হচ্ছে বড় প্রোবলেম।
অথচ আমরা খুব ভালোভাবেই জানি,,,অনর্গল শুধু নীতিবাক্য আমাদের কারোরই ভালো লাগে না। তাই মনোযোগ ধরে রাখতে হাসি ঠাট্টা করা খারাপ কিছুই নয়। দুমিনিটে বক্তৃতা শেষ করলে তো বলবেন,,,এ লোক কথাই বলতে জানে না।
তাহলে লোকটি যাবে কোথায়?
আমরা যারা ফার্স্টক্লাসধারী কলেজ,বিশ্ববিদ্যালয় পড়ুয়া তাঁর এরকম মশকরাপূর্ন বক্তৃতাকে ক্যারেকটারলেসপূর্ন বক্তৃতার সাথে তুলনা করছি,যারা বলছি যেমন জাতি তেমন নেতা;;;
তাদের উদ্দেশ্যে বলি,
আপনি তো ভার্সিটির ফার্স্ট ক্লাস ছাত্র,
দেশের প্রথম শ্রেনির নাগরিক;
আবার আপনি মদ,গাঁজা,ভাঙ,সিগারেট কোনো কিছুই হজম করতেও ছাড়েন না।
মেয়ে দেখলে মাল বলতে ছাড়েন না।
সিনেমা হলে আপনাদেরই জ্বালায় পরিবার নিয়ে ছবি দেখতে আসা জামাই বউ উঠে যেতে বাধ্য হয়।
আমার তো মনে হয়,যতো গাজা আর মদের সাপ্লাই এখনকার কলেজ আর বিশ্ববিদ্যালয়েই সবচেয়ে বেশি হয়।
এবারও কী বলবেন,থার্ড ক্লাস পাশ করা হামিদ স্যারের চেয়ে আপনারা বেশি যোগ্যতাবান???
আপনারা কিসের যোগ্যতায় মহামান্য রাষ্ট্রপতির সমালোচনা করেন, বুঝি না।
সার্টিফিকেটই যে যোগ্যতা নির্ধারনের মাপকাঠি নয়,সেটাও আবার আপনারাই বলেন।
আপনাদের দেখলে মানুষ থুথু দেয়,পরিজন নিয়ে সটকে পরে,,,
অথচ হামিদ স্যারকে দেখলে সবাই আরো কাছে আসার চেষ্টা করে।
রাষ্ট্রপতি হলেও,এমনকি না হলেও। কারো সমালোচনা করার আগে,আপনি সমালোচনার যোগ্য কীনা, সেটা আগে যাচাই করুন।

Sunday, 30 September 2018

RDRS Bangladesh ও সেবকবন্ধু সংগঠনের যৌথ উদ্যোগে "বাল্যবিবাহ" বিষয়ক বিতর্ক প্রতিযেগিতার আয়োজন

  ৩০শে সেপ্টেম্বর ২০১৮ইং রোজ রবিবার জাতীয় কন্যা শিশু দিবস ও শিশু অ‌ধিকার সপ্তাহ ২০১৮ উপলক্ষে আন্ধারীঝাড় আলহাজ্ব মাহমুদ আলী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় কম্পিউটার ক্লাস রুমে RDRS Bangladesh ও সেবকবন্ধু সংগঠনের যৌথ উদ্যোগে আন্ধারীঝাড় আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতায় আয়োজন করা হয়। বিতর্কের বিষয় ছিল বাল্য বিবাহ। উক্ত বিতর্ক প্রতিযোগিতায় শেষে বিতর্কে অংশগ্রহনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার প্রদান করেন RDRS কর্মকতা মোছাঃ আমিনা বেগম, সেবকবন্ধু সংগঠনের সভাপতি মোঃ রেদওয়ান আকন্দ ও আন্ধারীঝাড় হাই স্কুলের শিক্ষকবৃন্দ।
bangladesh newspapers

Wednesday, 26 September 2018

ঢাকা থেকে সোনাহাট স্থলবন্দর পর্যন্ত রেলপথ সংযোগ চাই

ঢাকা থেকে সোনাহাট স্থলবন্দর পর্যন্ত রেলপথ নির্মিত হলে একদিকে যেমন বেঁচে যাবে কুড়িগ্রামবাসীর যাতায়াত সময় এবং অর্থ, পাশাপাশি গতি পাবে সোনাহাট স্থলবন্দরের কার্যক্রমও........
ছবি: সংগৃহীত।


ঢাকা থেকে সোনাহাট স্থলবন্দর পর্যন্ত রেলপথ সংযোগ চাই
লেখকঃ শাহ্ মোয়াজ্জেম হোসেন।

Tuesday, 25 September 2018

রংপুর বিভাগ সমিতি আয়োজিত মানববন্ধনে অংশগ্রহন

#কুড়িগ্রামে ২০.০৩.২০১৬ তারিখ রংপুর বিভাগের ৮ জেলায় গ্যাস সরবরাহের দাবিতে ও ঢাকা-কুড়িগ্রাম আন্তঃনগর ট্রেন দাবিতে মানববন্ধনে অংশগ্রহন করে সেবকবন্ধু সংগঠনের সদস্যবৃন্দ.....    





Sunday, 23 September 2018

সেবকবন্ধু সংগঠন সম্পর্কে...

"ভাবনা থেকেই হোক ভালো কাজের শুরু"

সেবকবন্ধু সংগঠন -এর মূল লক্ষ্য ও উদ্দেশ্য ব্যক্তিস্বার্থহীন সামাজিক কল্যাণ। 
আমাদের সংগঠনের কিছু নির্ধারণকৃত লক্ষ্যঃ-
ক) এ সংগঠন সম্পূর্ণরূপে একটি অরাজনৈতিক, অলাভজনক, শিক্ষামূলক, সাংস্কৃতিক ও সেচ্ছাসেবী প্রতিষ্ঠান হিসেবে কাজ করবে।
খ) এ সংগঠন সব ধরণের জনহিতকর কাজে অংশ নেবে।
গ) এ সংগঠন এলাকায় স্বাস্থ্য মানব কল্যাণ এবং শিক্ষার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে সর্বদা সচেষ্ট থাকবে।
ঘ) প্রতিযোগিতামূলক সাংস্কৃতিক ও ক্রীড়ানুষ্ঠানের মাধ্যমে এলাকায় মেধা ও মননের বিকাশ ঘটানোর চেষ্টা করবে।
ঙ) গরীব-দুস্থঃ -অসহায়-এতিম মেধাবী শিক্ষার্থীদেরও শিক্ষা গ্রহণে সহযোগিতা করবে।
চ) সেচ্ছায় রক্তদান করবে ও বিনামূল্যে রক্তদনে উদ্বুদ্ধ করবে।
ছ) স্বাস্থ্যসেবা, শিক্ষামূলক, বৃক্ষরোপণ ও মাদকমুক্ত ক্যাম্পেইন করবে।
জ) প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় জনগণকে সহযোগিতা করবে।
ঝ) বিভিন্ন জাতীয় ও গুরুত্বপূর্ণ দিবসগুলো পালন করবে।
ঞ) মানব সম্পদ উন্নয়নে সরকার, এনজিও এবং অন্যান্য সেচ্ছাসেবী সংগঠনসমূহকে নিরবিচ্ছিন্ন ভাবে সহযোগিতা করবে।
* এ সংগঠন "সেবকবন্ধু গণপাঠাগার" নামে ভ্রামমাণ পাঠাগার প্রতিষ্ঠা করবে। 

#স্থাপিতঃ ২১শে জানুয়ারি ২০১২ইং। 

#কার্যালয়ঃ আন্ধারীঝাড়, ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম।

#ওয়েবসাইটঃ www.sebokbondhu.blogspot.com

#ফেসবুকঃ
www.facebook.com/Sebokbondhu 

#ইমেইলঃ sebokbondhu@gmail.com

#মোবাইলঃ +8801794988884.