 |
হাস্যোজ্জল মহামান্য রাষ্ট্রপতি |
আমরা জানি, দেশ পরিচালনা তারাই করবে,যাদের মধ্যে দেশপ্রেম আছে। কতো ফার্স্টক্লাসধারী দেখলাম,,,নিজের বাপ মাকেই দেখতে পারে না,,,,,,আরো তো দেশ চালনা???
মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ স্যারের পরীক্ষার রেজাল্ট থার্ড ক্লাস হলেও, তিনি যে একজন ভালো মানুষ এবং একজন ভালো নেতাও সেটা অস্বীকার করতে পারবেন না। উনি অনেক বেশি ঠাট্টা মশকরা করেন বটে,,,,,কিন্তু উনার দীর্ঘ ২০ মিনিটের বক্তৃতাতেও কিছু না কিছু ভালো কথা থাকেই,,,,সেগুলো আমরা ধরছি না,,,,,, এটাই হচ্ছে বড় প্রোবলেম।
অথচ আমরা খুব ভালোভাবেই জানি,,,অনর্গল শুধু নীতিবাক্য আমাদের কারোরই ভালো লাগে না। তাই মনোযোগ ধরে রাখতে হাসি ঠাট্টা করা খারাপ কিছুই নয়। দুমিনিটে বক্তৃতা শেষ করলে তো বলবেন,,,এ লোক কথাই বলতে জানে না।
তাহলে লোকটি যাবে কোথায়?
আমরা যারা ফার্স্টক্লাসধারী কলেজ,বিশ্ববিদ্যালয় পড়ুয়া তাঁর এরকম মশকরাপূর্ন বক্তৃতাকে ক্যারেকটারলেসপূর্ন বক্তৃতার সাথে তুলনা করছি,যারা বলছি যেমন জাতি তেমন নেতা;;;
তাদের উদ্দেশ্যে বলি,
আপনি তো ভার্সিটির ফার্স্ট ক্লাস ছাত্র,
দেশের প্রথম শ্রেনির নাগরিক;
আবার আপনি মদ,গাঁজা,ভাঙ,সিগারেট কোনো কিছুই হজম করতেও ছাড়েন না।
মেয়ে দেখলে মাল বলতে ছাড়েন না।
সিনেমা হলে আপনাদেরই জ্বালায় পরিবার নিয়ে ছবি দেখতে আসা জামাই বউ উঠে যেতে বাধ্য হয়।
আমার তো মনে হয়,যতো গাজা আর মদের সাপ্লাই এখনকার কলেজ আর বিশ্ববিদ্যালয়েই সবচেয়ে বেশি হয়।
এবারও কী বলবেন,থার্ড ক্লাস পাশ করা হামিদ স্যারের চেয়ে আপনারা বেশি যোগ্যতাবান???
আপনারা কিসের যোগ্যতায় মহামান্য রাষ্ট্রপতির সমালোচনা করেন, বুঝি না।
সার্টিফিকেটই যে যোগ্যতা নির্ধারনের মাপকাঠি নয়,সেটাও আবার আপনারাই বলেন।
আপনাদের দেখলে মানুষ থুথু দেয়,পরিজন নিয়ে সটকে পরে,,,
অথচ হামিদ স্যারকে দেখলে সবাই আরো কাছে আসার চেষ্টা করে।
রাষ্ট্রপতি হলেও,এমনকি না হলেও। কারো সমালোচনা করার আগে,আপনি সমালোচনার যোগ্য কীনা, সেটা আগে যাচাই করুন।